বুধবার , ১ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

খাগড়াছড়ির সেই কিশোরীর ধর্ষণের আলামত পাননি চিকিৎসক

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে যে মারমা কিশোরী দলবদ্ধ ‘ধর্ষণের’ শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। একটি বেসরকারি টেলিভিশনের হাতে এসে সেই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার একটি রিপোর্ট পর্যালোচনায় এমন তথ্য পাওয়া গেছে।

একই সঙ্গে ধর্ষণের আলামত পরীক্ষায় তিন চিকিৎসক দলের নেতৃত্ব দেওয়া খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক জয়া চাকমা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা মেডিকেল রিপোর্ট জমা দিয়েছেন। সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন। কিন্তু আসলে ধর্ষণের কোনো আলামত পাননি তারা।

khagrachori 12

 হাতে আসা রিপোর্টে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে দেখা গেছে আলামত পরীক্ষার ১০টি সূচকের সব কটিতে স্বাভাবিক লেখা রয়েছে। সোমবার, ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে। খাগড়াছড়ির সিভিল সার্জন ছাবের আহম্মেদ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে এ ঘটনায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক জয়া চাকমার নেতৃত্বে তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ডের অপর দুই সদস্য হলেন- একই হাসপাতালের চিকিৎসক মোশাররফ হোসেন ও নাহিদা আক্তার। জয় চাকমা জানান, ওই ছাত্রীর শরীরে আঘাতের চিহ্ন নেই।

khagrachori 1

এদিকে কিছুক্ষণ আগে জানা গেছে, খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে ‘জুম্ম ছাত্র-জনতা’। মঙ্গলবার রাত ৯টার দিকে সংগঠনের নামে খোলা ফেসবুক পেজে এ তথ্য জানায় সংগঠনটি। সংগঠনটি জানায়, প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে।

তবে প্রশাসনের কাছে উপস্থাপিত আট দফা দাবি যদি যথাযথভাবে পূরণ না করা হয়, আবারও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। এর আগে, পাহাড়ি ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে এর প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতা অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছিলো।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত