ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হলে কিছু করার নেই, ভবিষ্যতের বিএনপি হবে গণতন্ত্রের শক্ত ভিত্তির ওপর দাঁড়ানো একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক দল। বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশ হয়েছে।
এতে তারেক রহমান বলেছেন, বিএনপির অন্যতম লক্ষ্য বাংলাদেশের একটি শক্ত বুনিয়াদ তৈরি করা, জবাবদিহিতার জায়গা তৈরি করা। দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের কিছু সীমাবদ্ধতা আছে। কিছু সংস্কার ও একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বিগত সরকার বাংলাদেশকে একটি অন্ধকার দিকে নিয়ে যেতে চেয়েছিলো মন্তব্য করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনআকাঙ্খা পূরণ করার পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
ভারত প্রসঙ্গে তারেক রহমান বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হলে কিছুই করার নেই। বিএনপি বাংলাদেশের জনগণের পাশে আছে।


















