মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বিশ্বকাপ বাছাইয়ে ঢাকায় আসছে পাকিস্তান, বাংলাদেশের ব্যয় অর্ধ কোটি!

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৭, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ

ভারতের রাজগিরের বিহারে অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে ষষ্ঠ স্থান অর্জন করেও সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। এজন্য প্লে-অফ খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। তিন ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকায় আগামী ১২, ১৩ ও ১৫ নভেম্বর।

তবে এই সিরিজ আয়োজন করতে গিয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যয় হবে প্রায় অর্ধ কোটি টাকা। সাধারণত কোনো টুর্নামেন্টের আয়োজকরাই সব ব্যয় বহন করে থাকে, কিন্তু এবার এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) কর্মকর্তা ও ম্যাচ-সংশ্লিষ্ট সব খরচই বহন করতে হচ্ছে বাংলাদেশকেই। কেবল পাকিস্তান দল নিজেদের খরচে আসবে ও অবস্থান করবে।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘পাকিস্তান দলের সফর চূড়ান্ত হয়েছে। প্রথম ম্যাচ ১২ নভেম্বর, পরের দুটি ১৩ ও ১৫ নভেম্বর। তিন ম্যাচ আয়োজনে অর্ধ কোটির বেশি ব্যয় হতে পারে। আমাদের এএইচএফ কর্মকর্তাদের সব ব্যয় বহন করতে হচ্ছে—আম্পায়ারদের আসা-যাওয়া, থাকা ও দৈনিক ভাতা (ডিএ) সহ।’

যদিও টুর্নামেন্টটি এএইচএফের, তবুও কেন বাংলাদেশকে এত ব্যয় করতে হচ্ছে—এমন প্রশ্নের উত্তরে রিয়াজুল হাসান বলেন, ‘আসলে এমনটাই আগে থেকে হয়ে আসছে। প্লে-অফের আয়োজক তারা হলেও মাঠের আয়োজন ও খরচ আমাদেরই দিতে হচ্ছে। এএইচএফের স্পন্সর থাকলেও ঢাকায় তা আনা এখন নানা কারণে কঠিন। তাই পুরো ব্যয় আমরা বহন করছি।’

এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে। ৫ অক্টোবর থেকে চলা এই ক্যাম্পে খেলোয়াড়রা শারীরিক ও কৌশলগত প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই তিন ম্যাচের জন্য।

সর্বশেষ - আইন-আদালত