একদিন আগেই দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড হয়েছিলো। এর ঠিক পরের দিন আবারও দাম বেড়ে নতুন রেকর্ড গড়লো ধাতুটি। এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৪৬৯ টাকা বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ দুই হাজার ১৯৫ টাকা।
মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জানানো হয়। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে, যা বুধবার (৮ অক্টোবর) থেকে কার্যকর করা হবে।
এর আগে সোমবার (৬ অক্টোবর) স্বর্ণের দাম বাড়ানো হয়। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয় দুই লাখ ৭২৬ টাকা। এটাই ছিলো দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম। এখন আবারও দাম বাড়ানোর ফলে সেই রেকর্ড ভেঙে গেলো।
এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে দুই লাখ দুই হাজার ১৯৫ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক হাজার ৩৯৯ টাকা বাড়িয়ে এক লাখ ৯৩ হাজার চার টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে এক হাজার ২০২ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে এক হাজার ২৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা।
এদিকে স্বর্ণের দামের পাশাপাশি এ দফায় রূপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম মঙ্গলবার পর্যন্ত ছিলো তিন হাজার ৬২৮ টাকা। বুধবার থেকে বিক্রি হবে চার হাজার ৬৫৪ টাকায়।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৯৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে চার হাজার ৪৪৪ টাকা। মঙ্গলবার এ দর ছিলো তিন হাজার ৪৫৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার ৯৬৩ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে তিন হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম দুই হাজার ২২৮ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে দুই হাজার ৮৫৮ টাকা।


















