রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের চর্চা না থাকলে উচ্চকক্ষ-নিম্নকক্ষ বাস্তবায়ন করেও খুব লাভ হবে না বলে মন্তব্য করেছেন ঐক্যমত কমিশনার সদস্য ডা. বদিউল আলম মজুমদার। আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সিপিডি আয়োজিত প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে শীর্ষক জাতীয় সংলাপের তিনি একথা বলেন।
তিনি বলেন, ঐক্যমত মানেই সবার একমত হওয়া। আর সেটা কোনভাবেই সম্ভব না। বিভিন্ন মত থাকবে এর মধ্যেই ঐক্য খুঁজতে হবে।
বদিউল আলম আরও বলেন, শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে এসেছিলেন কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা তাকে দানবে পরিণত করেছে। চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য যদি তৈরি করতে পারি দানবীয় ব্যবস্থা রোধ করতে পারি তাহলে আর ভবিষ্যতে কাউকে ফ্যাসিস্ট হতে হবে না।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রওনক জাহান। বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশনের সদস্য ড. আলিম, অধ্যাপক আসিফ এম শাহান, সিপিডির পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাজিম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ স্থাপন করেন সিপিডির পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।


















