শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

৪৯তম (বিশেষ) বিসিএসের পরীক্ষা আজ

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১০, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ

৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শুধুমাত্র ঢাকায়। পরীক্ষার আসন বিন্যাস ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।

সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ বিসিএসে অংশ নিচ্ছেন তিন লাখেরও বেশি প্রার্থী। মোট ৬৮৩টি শূন্যপদের বিপরীতে আবেদন পড়েছে তিন লাখ ১২ হাজারের বেশি, ফলে প্রতি পদে গড়ে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দীর্ঘদিন ধরে শিক্ষা ক্যাডারে শিক্ষক সংকট থাকায় গত ২১ জুলাই এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরদিন ২২ জুলাই থেকে শুরু হয়ে ২২ আগস্ট পর্যন্ত চলে অনলাইনে আবেদন গ্রহণ। ফি পরিশোধের শেষ সময় ছিল ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন ফিp ছিল সাধারণ প্রার্থীদের জন্য ২০০ টাকা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা। বয়সসীমা নির্ধারণ করা হয়েছিল ২১ থেকে ৩২ বছর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাধারণ কলেজে প্রভাষক নেওয়া হবে ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ জন। সর্বাধিক শূন্যপদ রয়েছে বাংলা বিভাগে (৬১টি), এরপর রাষ্ট্রবিজ্ঞান (৫৫), ইংরেজি (৫০), অর্থনীতি (৪০), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৩২) এবং দর্শন ও রসায়নে (প্রতিটি ৩০টি করে)। অন্যান্য বিভাগেও শূন্যপদ রয়েছে।

বিশেষ বিসিএসের পরীক্ষাপদ্ধতি সাধারণ বিসিএসের তুলনায় কিছুটা ভিন্ন। এখানে প্রিলিমিনারি পরীক্ষা নেই; লিখিত পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বরে প্রার্থীদের মূল্যায়ন করা হবে।

সর্বশেষ - আইন-আদালত