মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা–সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনীর পদক্ষেপ সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তাদের মধ্যে ১৫ জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন।
তিনি আরও বলেন, ২৫ জনের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত। একজন এলপিআরসহ চাকরিরত ১৫ জন। ৮ অক্টোবরের পরই ১৫ জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে। এর মধ্যে একজন অবৈধভাবে ছুটিতে গেছেন। সব বন্দরে তার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
হেফাজতে থাকা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে কি না এমন প্রশ্নে তিনি জানান, ট্রাইব্যুনালের ব্যাখ্যা পাওয়ার পর আইনগত প্রক্রিয়াতেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, যারা গুম হয়েছেন তাদের এবং পরিবারের প্রতি সবসময় দোয়া এবং সহানুভূতি থাকবে সেনাবাহিনীর।

















