রবিবার , ১২ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১২, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ণ

ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (১১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের কাছে ৮১ রানে হেরেছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচ পাঁচ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। ফলে এক ম্যাচ বাকি থাকতে আফগানিস্তানের কাছে টানা তৃতীয় সিরিজ হার নিশ্চিত হলো মিরাজ-জাকেরদের।

২০২৩ ও ২০২৪ সালে তিন ম্যাচের সর্বশেষ দুই সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। এছাড়া নিজেদের ওয়ানডেতে টানা চতুর্থ সিরিজ হারল টাইগাররা। এরমধ্যে আফগানিস্তানের কাছে দু’বার, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার কাছে একবার করে সিরিজ হেরেছে বাংলাদেশ।

image-242903-1760191796

আবু ধাবির জাহেদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৮.৩ ওভারে ১০৯ রানে অলআউট হয় টাইগাররা।

আফগানিস্তানের রশিদ ৮.৩ ওভার বল করে ১৭ রানে ৫ উইকেট নেন। ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশের বিপক্ষে এটিই ক্যারিয়ার সেরা বোলিং রশিদের।

untitled-1-20251011213246

আগামী ১৪ অক্টোবর একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৪৪.৫ ওভারে ১৯০ (গুরবাজ ১১, ইব্রাহিম ৯৫, আটাল ৮, রেহমাত ৯ আহত অবসর, শাহিদি ৪, ওমারজাই ০, নাবি ২২, খারোটে ১৩, রাশিদ ১, গাজানফার ২২, বাশির ০*; তানজিম ৭-০-৩৫-২, মুস্তাফিজ ৮-০-৩৮-০, মিরাজ ১০-১-৪২-৩, তানভির ১০-০-৩৫-১, রিশাদ ৯.৫-০-৩৭-২)।

বাংলাদেশ: ২৮.৩ ওভারে ১০৯ (তানজিদ ০, সাইফ ২২, শান্ত ৭, হৃদয় ২৪, মিরাজ ৪, জাকের ১৮, সোহান ১৫, তানজিম ০, রিশাদ ৫, তানভির ০, মুস্তাফিজ ৫*; ওমারজাই ৭-১-২৭-৩, বাশির ২-০-২২-০, গাজানফার ৪-০-২১-০, রাশিদ ৮.৩-২-১৭-৫, খারোটে ৭-১-২২-১)

ফল: আফগানিস্তান ৮১ রানে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে আফগানিস্তান ২-০তে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: ইব্রাহিম জাদরান।

সর্বশেষ - আইন-আদালত