প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস রোম সফরের সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দেখা করবেন -এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার রাতে নিজের ফেসবুক একাউন্টে এক পোস্ট তিনি নিজেই এ কথা জানিয়েছেন।
শফিকুল আলম লেখেন, “কিছু সংবাদপত্র এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে যে প্রধান উপদেষ্টা রোম সফরের সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দেখা করবেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস বা কোনো সংবাদপত্র এই সফর সম্পর্কে আমার সাথে কথা বলেনি। বুধবার আমি একটি প্রেস ব্রিফিংয়ে এবং পরে দুটি টিভি স্টেশনকে বলেছিলাম যে প্রধান উপদেষ্টা বিশ্ব খাদ্য ফোরামের সভায় যোগদানের জন্য রোম ভ্রমণ করছেন। আমি বলেছিলাম যে সফরের সময় তিনি বেশ কয়েকটি হাই প্রোফাইল সভাও করবেন। এই সংবাদ সম্মেলনের সময় আমি বলিনি যে প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। আসলে এমন কোনো বৈঠকের সময়সূচি ছিলো না। আমি আশা করি সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদন সংশোধন করবে।”
এর আগে রোববার রোমের স্থানীয় সময় বিকাল ৫টায় খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ফ্ল্যাগশিপ ইভেন্ট ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
সফরসূচি অনুযায়ী ড. ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন।
ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত একটি প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বব্যাপী নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্র হয়ে খাদ্যব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এবারের ইভেন্ট ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএও-এর সদর দপ্তরে চলবে।
১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।


















