বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৬, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুইটার দিকে ইপিজেড এর ৪ নম্বর রোডে একটি বহুতল ভবনে অবস্থিত ‘আদমস ক্যাপস’ নামের একটি কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে বন্দর ইপিজেড ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট এবং বাংলাদেশ নৌবাহিনীর একটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে তাদের সঙ্গে ধাপে ধাপে আরো ইউনিট যুক্ত হয়।

fire1

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানায়, ইপিজেডের ৪ নাম্বার রোডের একটি আট তলা ভবনের সপ্তম তলা ও ষষ্ঠ তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলে আমাদের অনেকগুলো ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বাড়ছে, আরো ইউনিট যোগ দিচ্ছে। বাংলাদেশ নৌ ও সেনা বাহিনীর একটি করে টিমও যোগ দিয়েছে।

সর্বশেষ - আইন-আদালত