রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

রূপনগরে আগুনে নিহতদের মরদেহ হস্তান্তর

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৯, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ

মিরপুরের রূপনগরে কেমিকেল গোডাউনে আগুন লাগার ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গ থেকে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে দাফনের জন্য নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা দেয়া হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, নিহত ১৬ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।  ঢামেক মর্গ থেকে রাতে পর্যায়ক্রমে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।  এ সময় ১৪ জনের পরিবার মর্গে উপস্থিত ছিলেন।  পর্যায়ক্রমে সকলের মরদেহ হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ - আইন-আদালত