ড্রাইভিং লাইসেন্স পাওয়ার নিয়মে আমূল পরিবর্তন আনা হবে। লাইসেন্স পেতে হলে ন্যূনতম ৬০ ঘণ্টা প্রশিক্ষণ নিতে হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সড়ক ভবনে আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, লাইসেন্স দেবার বিষয়ে বর্তমানে যে কমিটি আছে তার সবই বাতিল করা হবে।
ড্রাইভিং লাইসেন্স প্রদানের বিষয়টি বিআরটিএ থেকে নিয়ে ড্রাইভিং ইনস্টিটিউটকে দেয়া হবে বলেও জানান তিনি।
দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করার পাশাপাশি সারাদেশে প্রায় দশ হাজার হেলমেট বিনামূল্যে বিতরণ করা হবে বলেও জানান উপদেষ্টা।


















