রাজনৈতিক দলগুলোর বক্তব্যের কারণেই ফেব্রুয়ারিতে ভোট না হওয়া নিয়ে বিভিন্ন আলোচনা তৈরি হচ্ছে বলে মনে করছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে সরকার বদ্ধ পরিকর, ওই সময়ে সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলেও জানান ড. আসিফ নজরুল।
অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরে সহযোগিতা করায় সেনাবাহিনীর প্রশংসা করেন আইন উপদেষ্টা। সেইসঙ্গে তাদের সাব জেলে রাখার সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, নির্বাচনকালীন সরকার ছোট না বড় হবে সে বিষয়ে কোনো আলোচনা হয়নি। তত্ত্বাবধায়ক নয়, বিএনপির দাবি জানিয়েছে নিরপেক্ষ থাকার।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সরকারের পক্ষে বার বার বলা হচ্ছে, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। তারপরও সন্দেহ, সংশয় নিয়ে এক ধরনের আলোচনা চলছে দেশজুড়ে।
আইন উপদেষ্টা বলছেন, রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগে এমন আলোচনার খোরাক তৈরি হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন দলের অভিযোগকে ইতিবাচকভাবেই দেখা হচ্ছে বলেও জানান উপদেষ্টা আসিফ।


















