বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৩, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ

একটি রাজনৈতিক দল এখন জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে তিনি বলেন, স্বাক্ষর অনুষ্ঠানের পর তা বাস্তবায়নের জন্য জনগণের মতামত নেওয়া হবে এবং এর লক্ষ্যে জাতীয় নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদের পক্ষে-বিপক্ষে ভোট নেয়া হবে।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। তাই জুলাই সনদ নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে এমন কোনো আদেশ যেন জারি না করা হয়।

তিনি আরো বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রধান শিক্ষা হচ্ছে পরিবর্তন। প্রবীণরা তারুণ্যের রাজনীতি থেকে শিক্ষা নিয়েছে। তারুণ্যের এই ভাবনা ধারণ না করলে রক্তের বিনিময়ে অর্জিত এই অর্জন হাতছাড়া হয়ে যাবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, যত সংস্কারই হোক না কেনো, সবচেয়ে বড় দরকার মানসিক সংস্কার অন্যথায় কোনো সংস্কারই কাজে আসবে না।

এসময় জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত