মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৮, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির জন্য তাদের ওপর আস্থার সঙ্কট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তাই এই সরকারকে তত্ত্বাবধায়কের আদলে ভূমিকা রাখতে হবে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে হোটেল সারিনায় বাংলাদেশে সফররত কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আমীর খসরু জানান, কমনওয়েলথের প্রতিনিধি দল জানতে চায়- নির্বাচনের মাধ্যমে কী প্রক্রিয়ায় সরকার গঠন হবে, নির্বাচন কীভাবে হবে, কতোটা নিরপেক্ষ হবে। পাশাপাশি এসব বিষয়ে নিয়ে তাদের সঙ্গে আলোচনাও হয়েছে।

বর্তমান অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়কের ভূমিকায় কতোটা নিরপেক্ষ থেকে নির্বাচন করতে পারবে সেটা তারা জানতে চেয়েছে কমনওয়েলথ।

খসরু জানান, কমনওয়েলথ আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে, সেই সিদ্ধান্ত হয়েছে।

নির্বাচন ও ক্ষমতার ট্রানজিশনটা কতোটা গ্রহণযোগ্য হবে, নির্বাচনী ব্যবস্থাটা কতোটা স্বচ্ছ থাকবে তা নিয়ে কথা হয়েছে বলে জানান খসরু।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিনিধি দলকে বলা হয়েছে এ নিয়ে সবাই একমত। যেসব দলের নোট অব ডিসেন্ট আছে, তারা যদি ক্ষমতায় যায় তবে তাদের মতো করে নোট অব ডিসেন্ট বাস্তবায়ন করবে।

প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা নিয়ে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সবগুলো বিষয় ইসির অধীনে হতে হবে। সিদ্ধান্তও নেবেন তারা।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি নেতাদের গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ের ডেকে পাঠাচ্ছে বিএনপি। এ সম্পর্কিত একটি প্রশ্নে খসরু বলেন, নেতাকর্মীরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, ১৫/১৬ বছর ত্যাগ শিকার করেছে। সবকিছুই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, নেতাকর্মীরা যেন সেটা মাথায় রাখে; সেই কথা তারেক রহমান গুলশানে মনোনয়ন প্রত্যাশীদের বলেছেন।

সর্বশেষ - আইন-আদালত