মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

রোজার ঈদে মুক্তি পাচ্ছে পরীমণির ‘ডোডোর গল্প’

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৮, ২০২৫ ১২:১৯ পূর্বাহ্ণ

দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকা ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি ফিরছেন নতুন সিনেমা নিয়ে। প্রায় ১ বছর ৪ মাস ২৩ দিন সময় ব্যয়ে নির্মিত তার নতুন ছবি ‘ডোডোর গল্প’ অবশেষে মুক্তির অপেক্ষায়।

সিনেমাটির সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া জানিয়েছেন, ছবির ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শেষ হয়েছে। এখন চলছে কালার গ্রেডিং ও এডিটিং। তিনি বলেন—‘ইনশাআল্লাহ, রোজার ঈদে আমরা সিনেমাটি মুক্তি দিতে পারবো।’

পরীমণি

পরীমণি

২০২৩ সালের অক্টোবর মাসে শুরু হয় ‘ডোডোর গল্প’-এর শুটিং। চলতি বছরের শুরুতে এক ভিডিওবার্তায় পরীমণি জানান, ছবির শুটিং শেষ করেছেন তিনি।

ছবিটিতে পরীমণি অভিনয় করেছেন ‘কাজল চৌধুরী’, এক আত্মনির্ভরশীল মায়ের চরিত্রে। আর তার বিপরীতে রয়েছেন সাইমন সাদিক, যিনি অভিনয় করেছেন ‘রায়হান’, একজন ফটোগ্রাফারের ভূমিকায়।

নিজের অনুভূতি জানাতে গিয়ে পরীমণি বলেন—
‘এই সিনেমাটি আমার কাছে খুব স্পেশাল। মাতৃত্বকালীন বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি এই ছবির মাধ্যমে। তাই এতে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ, তবে এই সিনেমার সঙ্গে এক ধরনের আবেগ জড়িয়ে আছে। আশা করি, দর্শকরা ছবিটি ভালোবাসবেন।’

পরীমণি

পরীমণি

সিনেমাটি লিখেছেন ও পরিচালনা করেছেন রেজা ঘটক। তিনি কাহিনি, চিত্রনাট্য ও সংলাপও রচনা করেছেন।
‘ডোডোর গল্প’ ২০২১–২২ অর্থবছরে পেয়েছে ৬০ লাখ টাকা সরকারি অনুদান। এতে অংশ নিয়েছেন ৮৭ জন শিল্পী, এবং দৃশ্যধারণ হয়েছে ২৫টিরও বেশি লোকেশনে।

গল্পে দেখা যাবে, এক আত্মনির্ভরশীল মায়ের দুই দশকের দীর্ঘ সংগ্রামের কাহিনি— হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পাওয়ার সেই আবেগময় যাত্রাই সিনেমার মূল থিম।

বর্তমানে পরীমণি রয়েছেন মালয়েশিয়ায়, নিজের জন্মদিন উদযাপনে। অন্যদিকে সহশিল্পী সাইমন সাদিক রয়েছেন যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব প্রক্রিয়ায়।
উভয়েরই এটি দীর্ঘ সময় পর মুক্তিপ্রাপ্ত একমাত্র সিনেমা।

সর্বশেষ - আইন-আদালত