বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সরকারের ৩১ বিভাগের সঙ্গে ইসির বৈঠক বিকালে

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৩০, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) সরকারের ৩১ বিভাগের সঙ্গে বৈঠকে বসবে। বৈঠক অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সরকারের ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ২২টি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে।

বৈঠকে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, নৌপরিবহন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, পররাষ্ট্র, সমন্বয় ও সংস্কার দপ্তর, অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও বিচার, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, কৃষি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কারিগরি ও মাদরাসা শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

২২টি গুরুত্বপূর্ণ ইস্যু হলো-

১. ভোটকেন্দ্রের স্থাপনা ও ভোটকেন্দ্রে যাতায়াতের রাস্তা মেরামত এবং ভৌত অবকাঠামো সংস্কার;

২. ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুত ও নির্বাচনি দায়িত্ব পালন;

৩. পার্বত্য/দুর্গম এলাকায় নির্বাচনি দ্রব্যাদি পরিবহন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের ভোটকেন্দ্রে পৌঁছানোসহ নির্বাচনকালীন নির্বাচন কমিশনের ব্যবহারের জন্য হেলিকপ্টারের সহায়তা প্রদান;

৪. নির্বাচনি প্রচার-প্রচারণা, জনসচেতনতা, উদ্বুদ্ধকরণ ইত্যাদি বিষয়ে প্রচার মাধ্যম কর্তৃক ব্যবস্থা গ্রহণ;

৫. পর্যবেক্ষক নিয়োগে সহায়তা প্রদান;

৬. ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রদান বিষয়ক কর্মপরিকল্পনা প্রস্তুত;

৭. নির্বাচন উপলক্ষে ব্যয় নির্বাহের জন্য বাজেট বরাদ্দ ও আনুষাঙ্গিক কার্যক্রম;

৮. জনবল, যানবাহন ও লজিস্টিক সাপোর্ট;

৯. নির্বাচনে শান্তিশৃঙ্খলা নিশ্চিতকরণের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক ব্যবস্থা গ্রহণ;

১০. নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ;

১১. বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি পর্যালোচনা;

১২. দৈনন্দিন আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত তথ্য পর্যালোচনা;

১৩. ভোটগ্রহণ ও নির্বাচনি বিভিন্ন কার্যক্রম উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা;

১৪. নির্বাচনের সময় স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে মেডিকেল টিম গঠন ও প্রাসঙ্গিক কার্যক্রম গ্রহণ;

১৫. অগ্নিকাণ্ড ও দুর্যোগ ব্যবস্থাপনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ;

১৬. নির্বাচনি এলাকায় বিদ্যমান নির্বাচনি প্রচার সামগ্রী অপসারণ;

১৭. নির্বাচনকালীন যানবাহন ও নৌ-যান চলাচলে নিষেধাজ্ঞা;

১৮. পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা ও পোস্টাল ব্যালটে ভোটপ্রদানের বিষয়ে সহযোগিতা;

১৯. জেলখানায়/আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটপ্রদানের ব্যবস্থা;

২০. এআই প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধের কৌশল নির্ধারণ;

২১. সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুসহ সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ;

২২. বিবিধ

সর্বশেষ - আইন-আদালত