শুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

মিত্রদের সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৩১, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ

বিএনপি সকল মিত্রদের সঙ্গে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

এসময় জামায়াতের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব দেশের মানুষকে আর কোন বিভ্রান্তির মধ্যে না ফেলারও আহবান জানান।

তিনি বলেন, জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন, বাংলাদেশ হওয়ার বিপক্ষে ছিলেন। মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছেন। এখন জনগণ যা চায় তার বিরোধিতা করবেন না দয়া করে।

বিএনপি সংস্কারের দল উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার চায় বিএনপি, যে সংস্কারে সবাই একমত। ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করবো।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে তা চায় বিএনপি। সেই নির্বাচন বানচালে একটি মহল উঠেপড়ে লেগেছে।

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন, নির্বাচনের দিন দুই ব্যালটে ভোট হবে। একটি গণভোটের ব্যালট, আরেকটি সংসদ ভোটের ব্যালট।

সর্বশেষ - আইন-আদালত