রবিবার , ২ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত, শিগগিরই ঘোষণা: তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২, ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ

আগামী নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় তৈরি হয়েছে তা দেশের গণতন্ত্র উত্তরণের পথকে সঙ্কটাপন্ন করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৈশল দৃশ্যমান। তবে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করা যাবে না।
কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝলে সোচ্চার হতে পারে অগণতান্ত্রিক শক্তি।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে হোটেল লেকশোরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রবাসে দলের নেতাকর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লন্ডন থেকে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এই পেমেন্ট গেটওয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দলের কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত।

দল যাকে চূড়ান্ত করবে তার পক্ষে নেতকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে তারেক রহমান জানান, ৩০০ আসনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত ধাপে রয়েছে। শিগগিরই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

তিনি বলেন, জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়ার কারণে প্রতিটি নির্বাচনী আসনে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন। করাটাই স্বাভাবিক। একটি রাজনৈতিক দলের জন্য এটি অবশ্যই গৌরব এবং সম্মানের। দেশের প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রত্যেককে প্রতিটি মানুষকে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয়।

তারেক রহমান বলেন, মনে রাখবেন আপনাদের চারপাশে সুপ্ত আকাংখা নিয়ে গুপ্ত স্বৈরাচার কিন্তু ওৎ পেতে রয়েছে। সুতরাং আপনাদের নিজেদের মধ্যে রেশারেশি, বিবাদ, বিরোধ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না যাতে করে প্রতিপক্ষ আপনাদের মধ্যেকার বিরোধের সুযোগ নিতে পারে।

অনুষ্ঠান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যুগটাই প্রযুক্তির। ফোর্থ রেভলিউশনের পরে এখন আপনার কোনও উপায় নেই সুতরাং আমাদের সকলের দায়িত্ব বিশেষ করে এটাকে দ্রুত অতি দ্রুত রপ্ত করে তার মাধ্যমেই আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার কাজটা করা। আমরা এ কথা বলতে দ্বিধা নেই, এ ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে আছি। আমি অনুরোধ করবো আমাদের দলের সর্বক্ষেত্রের নেতাদের বলবো, আপনার নিজেরা উদ্যোগ নিয়ে ডিজিটালি যেন আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি তার জন্য আমরা উদ্যোগ নেবো।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত