বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

জকসুর ভোট গণনা স্থগিত

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৭, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হলেও ওএমআর মেশিনে টেকনিক্যাল সমস্যার কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনার কার্যক্রম শুরু হয়। তবে কিছু সময়ের মধ্যেই ওএমআর মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেয়। ভোট গণনার জন্য মোট ছয়টি ওএমআর মেশিন প্রস্তুত রাখা হলেও ত্রুটির কারণে গণনা কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কনফারেন্স রুমে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবে। বৈঠক শেষে ভোট গণনা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান।

তিনি বলেন, আমরা দুইটি মেশিনে ভোট গণনা করছি। তবে দুটি মেশিনে ভিন্ন ভিন্ন গণনা দেখাচ্ছে।

আমরা ট্রায়াল করেছি গত তিনদিন। এমন সমস্যা আগে হয়নি।

যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে তাদেরকে প্রতিহত করবেন : হাসনাত আব্দুল্লাহ

তিনি আরো বলেন, এ বিষয়ে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস প্রার্থীদের সঙ্গে উপাচার্যের কনফারেন্স রুমে বৈঠক হবে। সেখানে আমরা অবশ্যই একটি ইনক্লুসিভ সিদ্ধান্ত নেব।

সেই সিদ্ধান্তের বিষয়ে আমরা মিডিয়াকে অবগত করব।এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। ৩৮ টি বিভাগ ও ১টি হলসহ ৩৯ কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ চলে। কমিশন জানায়, জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ এবং হল সংসদে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।

সর্বশেষ - আইন-আদালত