বুধবার , ৫ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নির্বাচন সামনে রেখে ভারত থেকে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৫, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ

নির্বাচন সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে প্রার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (৫ নভেম্বর) গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় শেষে তিনি একথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজ হবে না। নির্বাচন কেন্দ্র করে দুষ্কৃতকারীরা যাতে কোন সমস্যা সৃষ্টি করতে না পারে সেজন্য সবধরনের ব্যবস্থা নেয়া হবে বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান। বলেন, নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে হবে ফ্রি, ফেয়ার ক্রেডিবল ও উৎসবমুখর। এটি করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো ধরনের হুমকি নেই।

তিনি বলেন, নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে। মূল ফ্যাক্টর হচ্ছে জনগণ। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে অনেকে অনেক কিছু করার চেষ্টা করলেও কিছু করতে পারবে না। এছাড়া যেসব দল অংশ নিবে তাদেরও দায়িত্ব রয়েছে আইনশৃঙ্খলা রক্ষার জন্য। এছাড়া নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন এক সাথে কাজ করলে কোনো সমস্যা হবে না।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে জামিন পাওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধে জড়িত হলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দুষ্কৃতিকারীরা অনেক কথা বলবে, অনেক গুজব রটাবে, তারা যেন কোনো কার্যক্রম চালাতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা আমরা নেবো।

মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলে সবার সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন, সমাজে এগুলোর বিস্তার বেড়ে গেছে। এগুলো নিয়ন্ত্রণে মতবিনিময় সভায় আলোচনা হয়েছে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদ হোসেন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পরে তিনি গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন অনুষ্ঠানে যোগদান করেন।

সর্বশেষ - আইন-আদালত