নিউইয়র্ক সিটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি হতে যাচ্ছেন ২৮ বছর বয়সী রামা দুয়াজি। মঙ্গলবার রাতে তার স্বামী জোহরান মামদানি মেয়র নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।
স্ত্রীকে পাশে নিয়ে বিজয়ীর ভাষণে দুয়াজির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান মামদানি।
“আর আমার অসাধারণ স্ত্রী, রামা, হায়াতি – এই মুহূর্তে এবং প্রতিটি মুহূর্তে আমি তার চেয়ে বেশি আর কাউকে পাশে চাই না,” বলেন তিনি।
উল্লেখ্য, আরবি হায়াতি শব্দের অর্থ “আমার জীবন”।
সিরীয় বংশোদ্ভূত রামা দুয়াজি নিউইয়র্কভিত্তিক একজন চিত্রশিল্পী, যার কাজে প্রায়ই মধ্যপ্রাচ্যের বিষয়বস্তু উঠে আসে। তার শিল্পকর্ম বিবিসি নিউজ, দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, ভাইস এবং লন্ডনের টেট মডার্ন জাদুঘরে দেখা গেছে।
“রামা শুধু আমার স্ত্রী না, তিনি একজন অসাধারণ শিল্পী যিনি নিজ যোগ্যতায় পরিচিত হওয়ার দাবিদার,” ১২ই মে এক পোস্টে লিখেছিলেন মামদানি। সেখানেই তিন মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা জানান তিনি।
“ওএমজি (ও মাই গড), সে আসলেই আছে,” সেই পোস্টের প্রতিক্রিয়ায় মজার ছলে মন্তব্য করেন দুয়াজি।
ডেটিং অ্যাপ হিঞ্জ’এ দুয়াজি ও মামদানির পরিচয় হয়।

















