গণতন্ত্রকে আবারও ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে বিপ্লবী সংহতি দিবস উপলক্ষে ঢাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে তিনি এই মন্তব্য করেন।
এসময় সব ষড়যন্ত্র রুখে দিতে সাত নভেম্বরের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান বিএনপি মহাসচিব।
১৯৭৫ সালের সাত নভেম্বর খালেদ মোশাররফের তিন দিনের অভ্যুত্থান থেকে মুক্তি মেলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের। বন্দিদশা থেকে ফিরে সিপাহী জনতার নজিরবিহীন ভালোবাসায় সিক্ত হন জিয়াউর রহমান।
এবছর বিপ্লব ও সংহতি দিবস ঘিরে ১০ দিনে কর্মসূচি হাতে নেয় বিএনপি। এর অংশ হিসেবে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে তিনি সাংবাদিকদের বলেন, গণঅভ্যুত্থানের পর গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে। এসময় জনগণের ভোটাধিকার ও বিচার নিশ্চিত করার লক্ষে এগিয়ে যাবে বিএনপি; এমন প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
বলেন, দলের নীতিনির্ধারকরা মনে করেন, সাত নভেম্বর সেই পথে যেতে অনুপ্রাণিত করে, যে পথে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব।
এদিকে সকাল থেকে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন হাজারেও নেতা কর্মী।
জাতীয় ও গণসংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছেন স্থায়ী কমিটির সব সদস্য এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


















