বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ধরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বঙ্গোপসাগরে টহল কার্যক্রমের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ কুতুবদিয়া লাইট হাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে ইঞ্জিন বিকল অবস্থায় গভীর সমুদ্রে একটি মাছধরার ট্রলার ভাসতে দেখে বিপদগস্ত জেলে ও ট্রলারের নিকট ছুটে যায়।
পরে ট্রলার থেকে ১৩ মাঝি মাল্লাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ, খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করে নৌবাহিনীর সদস্যরা।
পরবর্তীতে নৌবাহিনীর জাহাজ উদ্ধারকৃত জেলেদের ও মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসে। পরে তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।
জেলেরা জানায়, গত ৬ নভেম্বর থেকে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে তিনদিন যাবত মাঝ সমুদ্রে ভাসতে থাকে তারা।


















