সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সরকার ও জনগণকে বার্তা দিতে মঙ্গলবার পল্টনে আট ইসলামী দলের সমাবেশ

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১০, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে সমাবেশ করবে আটটি ইসলামী দল। এই সমাবেশ থেকে সরকার ও দেশের জনগণকে চলমান আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়েতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আটটি ইসলামী দলের বৈঠক শেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, পল্টনের দক্ষিণ পাশে আমরা স্টেজ করবো। মঙ্গলবার সমাবেশে লাখ লাখ মানুষ আসবে। এর মধ্য দিয়ে সরকার আমাদের থেকে বার্তা পাবে। আমরা আশা করছি, কালকের সমাবেশের মধ্য দিয়ে সরকার আমাদের পাঁচ দফা আমাদের মেনে নেবে।

এসময় সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় অধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করে আযাদ বলেন, যারা গণভোট সংবিধানে নেই বলে দাবি করে, প্রকৃত অর্থে তারা ফ্যাসিবাদী আমলের সমর্থনে কথা বলছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেটা আমাদের প্রত্যাশা আছে, জনগণের প্রত্যাশা আছে।

ঐকমত্য কমিশনের সমালোচনা করে তিনি বলেন, কমিশন মৌলিক অনেক সংস্কারের দিকে না গিয়ে একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে গিয়েছিলো। সেই প্রেক্ষিতে ঐকমত্যের আলোচনার সময়েও আমরা আন্দোলন চলমান রেখেছিলাম।

এদিকে জামায়াতের পক্ষ থেকে আলোচনা বসার আহবান বার বার জানানো হলেও এখনও তাতে সাড়া দেয়নি বিএনপি।

এ প্রসঙ্গে আযাদ বলেন, বিএনপি ইসলামী দলগুলোর ডাকে সাড়া না দিলেও, বিএনপি ডাকলে ইসলামী দলগুলো আলোচনায় বসবো। তবে আলোচনায় সমাধান না হলে, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় ব্রিফিং থেকে।

সর্বশেষ - আইন-আদালত