মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

পল্টন মোড়ে জড়ো হয়েছেন জামায়াতসহ ৮ দলের নেতাকর্মীরা

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১১, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ

জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ঠিক করার দাবিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ সমমনা আট দলের সমাবেশ চলছে। এরইমধ্যে রাজধানীর পল্টন মোড় এলাকায় জড়ো হয়েছে আট দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর থেকেই আট দলের নেতাকর্মীদের মিছিল আর শ্লোগানে মুখর হয়ে ওঠে পল্টন মোড় এলাকা। দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের দাবিতে শ্লোগান দিচ্ছেন তারা।

সমাবেশে যোগ দিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সকাল থেকেই আসছেন দলীয় নেতাকর্মীরা। স্লোগান, ব্যানার আর পতাকায় পুরো এলাকা এখন পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে।

জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের দাবিতে বেশ কিছুদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছে জামায়াতে ইসলমামীসহ সমমনা আট দল।

সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই)। বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।

সর্বশেষ - আইন-আদালত