ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে শুরু হওয়া এই সংলাপের শুরুর দিকে কোনো রাজনৈতিকগুলো থাকবে সে বিষয়ে পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি।
মঙ্গলবার (১১ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেবে কমিশন।
আখতার আহমেদ বলেন, ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হবে। এ নিয়ে আমরা পরিকল্পনা করছি। কারা আসবে, কাদের আগে ডাকা হবে সেগুলো ঠিক করতে হবে। এ মাসের মধ্যে দলগুলোর সঙ্গে দলের সঙ্গে মতবিনিময় কার্যক্রমটা শেষ করতে চাই, যাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়।
এদিকে সম্প্রতি সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। রায়ে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল থাকাসহ গাজীপুরে একটি আসন কমানোর নির্দেশ দেওয়া হয়।
এ ব্যাপারে ইসি সচিব বলেন, সীমানা নিয়ে মামলায় তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে। আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর ইসি আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এর আগে একই দিন সকালে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সংশ্লিষ্ট এলাকার বিএনপি, জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা ইসির পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আপিল না করার আহবান জানিয়েছেন।
এসময় সাংবাদিকদের গণভোট নিয়ে করা প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এ নিয়ে কমিশনের কাছে এখনও কোনো নির্দেশনা আসেনি।


















