বুধবার , ১২ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১২, ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, রাজধানীসহ আশপাশের জেলায় নিরাপত্তা জোরদারে বিজিবি কাজ করছে। এর মধ্যে শুধু ঢাকায় মোতায়েন রয়েছে ১২ প্লাটুন বিজিবি। তারা সকাল থেকেই বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বাস ও যানবাহনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধারাবাহিক নাশকতায় রাস্তায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

তবে রাজধানীর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, “নিষিদ্ধ একটি সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। গত কয়েক দিনে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও ঝটিকা মিছিলসহ নাশকতার ঘটনায় ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বেশিরভাগই ঢাকা শহরের বাইরের। হামলায় হেলমেট-মাস্ক ব্যবহার করা হয়েছে, এমনকি অপ্রাপ্তবয়স্কদেরও যুক্ত করা হচ্ছে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - আইন-আদালত