বুধবার , ১২ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ভোট প্রার্থনায় ধান কেটে ভাইরাল মুফতি আমীর হামজা

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১২, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ

আলোচিত ধর্মীয় বক্তা ও জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমীর হামজা এবার ভোট প্রচারের জন্য ধান কেটে আলোচনার জন্ম দিয়েছেন। তিনি কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে কৃষকদের সঙ্গে ধান কাটায় শরিক হন।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মুফতি আমীর হামজাকে তাদের প্রার্থী করেছে। দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী নিজ নির্বাচনি এলাকা প্রচার শুরু করেছেন।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোটের প্রচার চালান মুফতি আমীর হামজা। এ সময় তিনি কৃষকদের কাছে গিয়ে তাদের সঙ্গে ধান কাটায় শরিক হন। তার ধান কাটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে নেতাকর্মীদের নিয়ে যাওয়ার পথে হঠাৎ এক জায়গায় তিনি থেমে যান। এ সময় কৃষকদের কাছে ভোট চাইতে গিয়ে তিনি ধান কাটা শুরু করেন। কিছু সময় ধান কাটার পর কৃষকদের বুকে জড়িয়ে ভোট চেয়ে তিনি বিদায় নেন।

দেশের আলোচিত ইসলামি বক্তা মুফতি আমীর হামজার বাড়ি কুষ্টিয়ায়। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স-মাস্টার্স করেছেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

তবে বিতর্কিত বক্তব্যের কারণে তিনি নানা সময় সোশ্যাল মিডিয়ায় ট্রলও হয়েছেন। এবারের নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার।

সর্বশেষ - আইন-আদালত