মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ভারতে খেলবে না বাংলাদেশ, সিদ্ধান্তে অনড় বিসিবি

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৩, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ খেলার বিষয়ে নিজেদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার আইসিসির সাথে এক ভিডিও কনফারেন্স শেষে বিসিবি একটি বিবৃতি প্রকাশ করে, যেখানে নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর আগে একই ধরনের আবেদনে সাড়া দেয়নি আইসিসি।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ গ্রুপ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবির ক্ষেত্রে দেশটির ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল শুরু থেকেই সোচ্চার রয়েছেন।

বিসিবি তাদের বিবৃতিতে জানায়, আলোচনা চলার সময় বিসিবি নিরাপত্তা উদ্বেগের বিষয়টি উল্লেখ করে ভারতে না যাওয়ার ব্যাপারে তাদের অবস্থান পুনরায় নিশ্চিত করেছে। বোর্ড আইসিসিকে আবারও অনুরোধ জানিয়েছে যাতে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আইসিসি উল্লেখ করেছে আসরের সূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং তারা বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে। তবে বোর্ডের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। উভয় পক্ষই সম্ভাব্য সমাধানের পথ খুঁজতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। বিসিবি খেলোয়াড়, কর্মকর্তা এবং স্টাফদের নিরাপত্তার বিষয়ে আপসহীন এবং এই বিষয়টি সমাধানের জন্য আইসিসির সাথে গঠনমূলক আলোচনা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

ভিডিও কনফারেন্সে বিসিবির পক্ষে প্রতিনিধিত্ব করেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

এর আগে সোমবার, আইসিসি একটি নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদন শেয়ার করে জানায়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশ দলের জন্য সুনির্দিষ্ট বা বাড়তি কোনো ঝুঁকি নেই। বিসিবির নিরাপত্তা দলের সাথে শেয়ার করা এই প্রতিবেদনে বলা হয়েছে, দলটির ওপর সামগ্রিক কোনো হুমকি নেই। কিছু ভেন্যুতে ঝুঁকি ‘নিম্ন থেকে মাঝারি’ এবং অন্যগুলোতে ‘একেবারেই কম’ বলে উল্লেখ করা হয়েছে- যা আইসিসির সাধারণ মানদণ্ড এবং সাধারণত ম্যাচ সরিয়ে নেওয়ার মতো যথেষ্ট কারণ হিসেবে গণ্য হয় না।

ভারতে গিয়ে বাংলাদেশের খেলা নিয়ে সমস্যার সূত্রপাত হয় যখন বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) তাদের আইপিএল ২০২৬ স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এর কোনো সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও সম্প্রতি দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে।

মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি আইসিসিকে চিঠি পাঠিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে অস্বীকৃতি জানায়।

সর্বশেষ - আইন-আদালত