বুধবার , ১২ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সরকারকে হুমকি না দিয়ে ভোটে জনগণের মুখোমুখি হোন: তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১২, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ যখন জনগণের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনের পথে হাঁটছে, তখন কয়েকটি রাজনৈতিক দল সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি ওই দলগুলোকে অন্তর্বর্তী সরকারকে হুমকি ধামকি না দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের মুখোমুখি হওয়ার আহবান জানিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, রাজনৈতিক দলের বাইরেও বিশাল জনগোষ্ঠী রয়েছে। তাদের প্রত্যাশা বাস্তবায়নে নজর দেওয়া প্রতিটি কর্মীরই দায়িত্ব।

কিছু শর্ত দিয়ে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টির চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, এর মধ্য দিয়ে পলাতক স্বৈরাচারকে ফেরানোর সুযোগ সৃষ্টি করছে। এমনকি গণভোটের আড়ালে পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নও করেছেন তিনি।

তারেক রহমান বলেন, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে- একটি দলের আকাঙ্খা বাস্তবায়ন করবে, নাকি ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে অগ্রাধিকার দেবে।

রাজনৈতিক ঐকমত্য কমিশনে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে দাবি করে তিনি বলেন, জুলাই সনদে বিএনপি যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন করা হবে।

সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে বিএনপির বিজয় ঠেকাতে যারা কাজ করছে, ভবিষ্যতে তাদের রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত