বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১৩, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনদ প্রধান উপদেষ্টা নিজে সই করেছেন, সেটা তিনি লঙ্ঘন করেছেন তার ভাষণের মাধ্যমে। সরকারের প্রকাশিত জুলাই সনদ গেজেটের সঙ্গে সই করা সনদের বিস্তর ফারাক রয়েছে।

বৃহস্পতিবার বেলা আড়াইটায় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণ দেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে ‘নোট অব ডিসেন্টের মাধ্যমে মীমাংসিত। এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই। এটা সরাসরি স্বাক্ষরিত সনদের সাথে সাংঘর্ষিক। এ ছাড়া ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে যে বডি, সেটি জাতীয় সংসদের কোনো পর্যায়ে গঠনের বিষয়ে ঐকমত্য কমিশনের আলোচনার বিষয় ছিল না। এটা সম্পূর্ণ নতুন ধারণা।

সালাহউদ্দিন বলেন, গণভোটের জন্য চারটি বিষয়ের ওপর যে প্রশ্ন দেয়া হয়েছে তা জনগণের ওপর জবরদস্তিমূলক। জনগণকে জবরদস্তিমূলক বলা হচ্ছে আপনি হ্যাঁ অথবা না বলবেন।

‘সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার বিষয়টি ঐকমত্য কমিশনে আলোচনাই হয়নি’ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট অর্ডার একটি ইতিহাস। সংবিধান গৃহীত হওয়ার আগে এই অর্ডারে দেশ পরিচালিত হতো। এই আদেশের ব্যাপারে জুডিশিয়ারি বিভাগ বলতে পারবে। আইনি বৈধতা কতটুকু রয়েছে তা নিয়ে প্রশ্ন আছে।

সংবিধান বাস্তবায়ন আদেশের সঙ্গে জুলাই সনদের বহু গরমিল রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সনদে মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু আনা হয়েছে। জাতির মধ্যে যে বিভাজনের সৃষ্টি করা হচ্ছে, এর দায়িত্ব কি প্রধান উপদেষ্টা নেবেন?

সালাহউদ্দিন আরও বলেন, জুলাই সনদের কপিতে নোট অব ডিসেন্টসহ রাজনৈতিক দলগুলোর ভাবনা উল্লেখ রয়েছে। প্রধান উপদেষ্টা সেখানে স্বাক্ষর করেছেন। কিন্তু সুপারিশমালায় সেসব নেই। তাহলে কি প্রধান উপদেষ্টা নিজের স্বাক্ষরকে লঙ্ঘন করলেন না?

সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারা কী করে সংস্কার পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হন? সার্বভৌমত্বের এখতিয়ার সংসদ ও তার সদস্যদের। কিছু চাপিয়ে দেয়া এখতিয়ার বহির্ভূত। যেসব ধারণা উপস্থাপন করা হচ্ছে সেগুলো সাংঘর্ষিক। জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার সংকট তৈরি করেছে বলেও অভিযোগ তোলেন সালাহউদ্দিন।

তিনি আরও জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ভাষণের ওপর দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির জরুরি সভা ডাকা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত