বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের দেয়া আল্টিমেটাম পূরণ করতে পারেনি সংস্থাটি। ক্রিকেটাররাও তাই ফেরেননি মাঠে। অবশেষ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বুধবার (১৪ জানুয়ারি) বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বেফাঁস মন্তব্যে জেরে রাতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রেসিডেন্ট এক অনলাইন প্রেস কনফারেন্সে তার পদত্যাগ দাবি করেন। তবে এম নাজমুল ইসলাম নিজের অবস্থানে অনড়।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়ারও সুযোগ নেই। তবে ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে বিসিবির ফাইনান্স কমিটির প্রধানের পদ থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেয় বিসিবি। তবুও ক্রিকেটাররা তাদের বয়কটের সিদ্ধান্তে অনড়। ফলে অনেকটা বাধ্য হয়েই তাই বিসিবি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিপিএল।
সংশ্লিষ্টরা বলছেন, আজ রাত ৮টায় বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে বিসিবি কর্তাদের বৈঠকেই নির্ধারণ হতে পারে বিপিএলের ভবিষ্যৎ।


















