রবিবার , ১৮ জানুয়ারি ২০২৬ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

গ্রিনল্যান্ড দখলে বাধা: ইউরোপের আট দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৮, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ

গ্রিনল্যান্ড দখলে নেয়ার বিরোধিতা করায় এবার ডেনমার্ক, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন এ শুল্ক কার্যকর হবে বলেও জানান তিনি।

স্থানীয় সময় শনিবার (১৮ জানুয়ারি) সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প।

তিনি বলেন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। আগামী জুন থেকে এ হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে বলেও জানান ট্রাম্প।

তিনি আরও বলেন, এই আট দেশ অজানা উদ্দেশ্যে গ্রিনল্যান্ডের পক্ষ নিচ্ছে, যা তাদের জন্য বিপজ্জনক।

এর আগে শুক্রবার ট্রাম্প হুমকি দিয়েছিলেন, গ্রিনল্যান্ড নিয়ে কোনো দেশ তার বিরোধিতা করলে শুল্ক আরোপের হার বাড়িয়ে দেয়া হবে। এ হুমকির পরই শুল্কের হার বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট।

সর্বশেষ - আইন-আদালত