বিধ্বস্ত নাবিকের মতো চ্যালেঞ্জ নিয়ে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (১৭ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সাথে তৃতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সিইসি বলেন, রাজনৈতিক দল সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা থেকে যায়।
তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অবস্থাতেই রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মানতে হবে।
আগামী নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলেও জানান তিনি।
আজকে নির্বাচন ভবনে সংলাপে যোগ দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ, এবি পার্টি, খেলাফত মজলিসসহ ১২টি রাজনৈতিক দল।

















