রাজধানীর রামপুরা থেকে নতুন বাজার পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন ব্যাটারিচালিত রিকশা চালক ও মালিকরা। একটি কোম্পানির ই-রিকশা বিক্রি বন্ধের প্রতিবাদ এবং নিবন্ধিত রিকশা চলাচলের দাবিতে কয়েক হাজার শ্রমিক রাস্তায় অবস্থান নেওয়ায় ওই এলাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকেই ‘ঢাকা বৃহত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যাটারিচালিত রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ’ -এর ব্যানারে শ্রমিকরা রামপুরা ব্রিজে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে বিক্ষোভের পরিধি বাড়ে এবং তা বাড্ডা হয়ে নতুন বাজার পর্যন্ত ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা সড়কে আড়াআড়িভাবে রিকশা রেখে ব্যারিকেড সৃষ্টি করেছেন।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, সিটি কর্পোরেশনের নিবন্ধিত দুই লক্ষ ৪১ হাজার রিকশা থাকা সত্ত্বেও সরকার ও প্রশাসন ব্যাটারিচালিত ই-রিকশা বিক্রিতে বাধা দিচ্ছে।
তাদের প্রধান তিন দাবি হলো:
- আকিজ কোম্পানির তিন চাকার রিকশা বিক্রি অবিলম্বে সচল করতে হবে।
- নিবন্ধন থাকা রিকশাগুলোকে কোনো হয়রানি ছাড়াই ঢাকার রাস্তায় চলতে দিতে হবে।
- রিকশা মালিক ও শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত না করে কোনো নিষেধাজ্ঞা চাপানো যাবে না।
এদিকে হঠাৎ করে সড়ক অবরোধের ফলে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ। রামপুরা, বনশ্রী, বাড্ডা ও কুড়িল বিশ্বরোড অভিমুখী শত শত যানবাহন যানজটে আটকে আছে। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা আন্দোলনকারীদের সাথে কথা বলে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।



















