মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ভারতকে হারিয়ে হতাশার বৃত্ত ভাঙলো বাংলাদেশ

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১৮, ২০২৫ ১০:৪৫ অপরাহ্ণ

ভালো খেলেও হংকংয়ের বিপক্ষে নিশ্চিত ড্র ম্যাচের হতাশা, নেপালের বিপক্ষে জেতা ম্যাচ ড্র; পর পর একই চিত্র বাংলাদেশকে ঘিরে ধরেছিলো হতাশা। কিন্তু এবার সেই বৃত্ত ভাঙলো, জয় এলো বাংলাদেশের। ভারতকে ১-০ গোলে হারিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে এখন চাঙ্গা বাংলার ফুটবল। বাংলাদেশের হয়ে গোলটি করেছেন মোরসালিন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রায় ২৪ হাজার উপস্থিত দর্শক সাক্ষী হলেন এই মাহেন্দ্রক্ষণের।

ঐতিহাসিক এক জয়ে দুই দশকেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ফুটবলে প্রতিবেশী ভারতকে হারালো বাংলাদেশ। যদিও দুই দলই আগেই বাছাইপর্ব থেকে ছিটকে গেছে, তবু এই জয় বাংলাদেশের ফুটবলের জন্য একটি মাইলফলক।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। মাত্র ১১তম মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাকে এগিয়ে যায় বাংলাদেশ। বাঁ-দিক দিয়ে রাকিব হোসেনের দৌড়, আকাশ মিশ্রাকে কাটিয়ে বক্সের ভিতরে বল বাড়ান তিনি। সামনে পেয়ে শেখ মোরসালিন গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর পায়ের ফাঁক দিয়ে বল জড়ান জালে। গ্যালারি ফেটে পড়ে উল্লাসে!

প্রথমার্ধে ভারত কয়েকটি সুযোগ পেলেও লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী লাইন থেকে হেডে বল বের করে দেন চাংতে’র শট।

দ্বিতীয়ার্ধে ভারত দখল বাড়ালেও (পজেশন প্রায় ৬৫%) গোলের মুখ খুলতে পারেনি। রাহুল ভেকে’র হেড, সানানের শট, মহেশের ভলি—সবই লক্ষ্যভ্রষ্ট। শেষ পর্যন্ত বাংলাদেশের দুর্দান্ত ডিফেন্স এবং গোলরক্ষক মিতুল মারমার দৃঢ়তায় ১-০ স্কোরলাইন অপরিবর্তিত থাকে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত