বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করলো ইরান

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১৯, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ণ

চাকরির মিথ্যা প্রতিশ্রুতি অথবা অন্যান্য দেশে যাতায়াতের আশ্বাস দিয়ে ভারতীয়দের দেশে আনার অভিযোগের প্রেক্ষিতে ইরান সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার সুবিধা স্থগিত করেছে।

সোমবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২২ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে ইরানে প্রবেশ বা ট্রানজিট উভয় ক্ষেত্রেই ভারতীয়দের আগাম ভিসা নিতে হবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বহু ভারতীয়কে উচ্চ বেতনের চাকরি, সহজে উপসাগরীয় দেশ কিংবা ইউরোপে যাওয়ার সুযোগ ও ভিসামুক্ত কর্মসংস্থানের আশ্বাস দিয়ে ইরানে পাঠানো হয়েছিলো। কিন্তু সেখানে পৌঁছে তাদের অনেককেই অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিলো মানবপাচারকারী চক্র।

এর ফলে ইরান সরকার সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত সুবিধা স্থগিত করেছে যা ২২ নভেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
গেলো বছরের ফেব্রুয়ারি থেকে ইরান কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ভারতসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য সীমিত সময়ের ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিয়েছিলো।

সর্বশেষ - আইন-আদালত