দীর্ঘ ২২ বছর পর শ্বশুরবাড়ির এলাকা তথা সিলেটে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সপরিবারে করলেন হজরত শাহজালাল ও হজরত শাহ পরান রহ: এর মাজার জিয়ারত। এসময় তাকে বরণে অপেক্ষমাণ ছিলেন সিলেটের লাখো কর্মী-সমর্থক। মাজার জিয়ারত শেষে সবার কাছে হাত তুলে চান দোয়াও।
কারো কাছে তিনি দামান, কারো কাছে দুলাভাই। ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট ভ্রমণকে কেন্দ্র করে এমনই কিছু বিশেষণে বিশেষায়িত করলেন সিলেটের লোকজন।
সপরিবারে তারেক রহমান আসছেন হজরত শাহজালাল ও শাহ পরান রহ: এর মাজার জিয়ারতে। তাই এই নিরাপত্তা ও অপেক্ষা সাধারণ জনতার।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা থেকে বিমানযোগে সিলেট আসেন তিনি। এসে প্রথমেই জিয়ারত করলেন হজরত শাহজালাল রহ: এর মাজার। যথারীতি, এখানেও ছিলো জনতার ভিড়।
জিয়ারত শেষে বাইরে বেরিয়ে সবার কাছে হাত তুলে দোয়া চান তারেক রহমান। পরে সেখান থেকে যান হজরত শাহ পরান রহ: এর মাজারে।
পারিবারিক ঐহিত্যের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে এক সমাবেশে যোগ দিয়ে এই সিলেট থেকেই করবেন আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার। এরপর ঢাকা ফেরার পথে একে একে সাতটি জেলায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান।



















