রবিবার , ২৩ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ভূমিকম্পে আতঙ্ক: ১৫ দিন বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়, হল ছাড়ার নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২৩, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ

রোববার থেকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভূমিকম্পজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ায় ও শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

একইসঙ্গে শিক্ষার্থীদের রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেয়া হয়েছে।

শনিবার ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে। হলগুলোর পুরোনো অবস্থা আছে। এই হলগুলো প্রতিটা ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও মেরামত করা প্রয়োজন। সেই কারিগরি পর্যবেক্ষণের জন্য প্রকৌশলীদের ভাষ্যমতে ৪ সপ্তাহ প্রয়োজন। কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ২ সপ্তাহ সময় দিয়েছে। এজন্য সব হল খালি করা প্রয়োজন। ফলে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা ২ সপ্তাহ বন্ধ থাকবে। রোববার বিকেল পাঁচটা থেকে হল ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো নিয়মিতভাবেই খোলা থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

সর্বশেষ - আইন-আদালত