বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

আল্লাহর মালিকানার বাইরে কেউ বেহেশত-দোজখ দিতে পারে না: তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২২, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবকিছুর মালিক আল্লাহ। কিন্তু নির্বাচনের আগে একটি দল আল্লাহর নামে বেহেস্ত ও দোজখের টিকেট বিক্রি শুরু করেছে। তারা ক্ষমতায় আসার আগেই মানুষকে ঠকানো শুরু করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, স্বাধীনতা যুদ্ধে যাদের ভূমিকার জন্য লাখো মানুষ প্রাণ হারিয়েছে, নারীরা সম্ভ্রম হারিয়েছে, জনগণ তাদের চিনে রেখেছে।

তিনি বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজায়ী হলে আগামী দিনে সরকার গঠন করলে, নবীর (সা.) ‘ন্যায়পরায়ণতার ভিত্তিতে’ দেশ পরিচালনা করবে বিএনপি।

bnp

এসময় বিগত বছরগুলোতে উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা হয়েছে বলে জানান তিনি। বাহরাইনে জামায়াত নেতার বাসায় পোস্টাল ব্যালট পাওয়ার প্রসঙ্গ ধরে তারেক বলেন, গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্রপত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে সেগুলোকে কীভাবে ডাকাতি করা হয়েছে।

ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় জানিয়ে তিনি বলেন, দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে।

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ও দেশের অর্থনীতির উন্নয়ন করা হবে জানিয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে সারাদেশে খাল খনন করা হবে। খাল খনন করে কৃষকদের পাশে দাঁড়াবো। আমরা কৃষকদের উন্নয়ন করতে চাই। ১২ তারিখ ভোট দিয়ে নির্বাচিত করলে কৃষকদের পাশে দাঁড়াতে পারবো।

তিনি বলেন, কীভাবে বাংলাদেশ একটি দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল আমরা ভুলিনি। দিল্লি নয়-পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ। করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।

syl 02

তিনি বলেন, আমরা সব শিক্ষিত মা-বোনকে স্বনির্ভর করতে চাই। লাখ লাখ বেকারের কর্মসংস্থান তৈরি করা হবে। প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে চাই। বিএনপি সরকার গঠন করলে গ্রাম ও শহরের সকল দুস্থ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যাতে পরিবারের সকলের সহযোগিতা বাড়বে। এজন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে।

জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ একটি দল কুৎসা রটাচ্ছে। এরা মানুষের ভোট পাবে না। এরা স্বাধীনতাবিরোধী। আজকের লড়াই এদের বিরুদ্ধে।

তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য মানুষ প্রাণ দিয়েছে, গুম হয়েছে। কিন্তু মাথা নত করেনি। তারেক রহমানের আজকের যাত্রা নতুন বাংলাদেশের যাত্রা।

সর্বশেষ - আইন-আদালত