মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। আর দলের এই দাপুটে পারফরম্যান্সের মাঝেই অনন্য এক ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে তিনি এখন টেস্টে দেশের সর্বোচ্চ উইকেটশিকারি। সাকিব আল হাসানকে পেছনে ফেলে এই শীর্ষস্থান দখল করায় তাইজুলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন স্বয়ং সাকিবই।
রেকর্ড গড়ার মুহূর্ত আয়ারল্যান্ডের সামনে জয়ের জন্য ৫০৯ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে আইরিশরা ব্যাটিংয়ে নামতেই জ্বলে ওঠেন তাইজুল। ইনিংসের ষষ্ঠ ওভারে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তুলে নেন নিজের ক্যারিয়ারের ২৪৭তম উইকেট। ঠিক এই মুহূর্তেই তিনি টপকে যান সাকিব আল হাসানের ২৪৬ উইকেটের রেকর্ড।
ম্যাচের প্রথম ইনিংসেই চার উইকেট নিয়ে সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে বালবার্নি ছাড়াও আরও একটি উইকেট তুলে নেওয়ায় তাইজুলের বর্তমান টেস্ট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯-এ।
এক যুগের রাজত্ব ও হাতবদল ২০১৩ সালে মোহাম্মদ রফিককে পেছনে ফেলে বাংলাদেশের টেস্ট বোলিংয়ের সিংহাসন দখল করেছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ এক যুগ পর সেই মুকুট এখন তাইজুলের মাথায়।
সাকিব আল হাসান নিজেও এই পালাবদলকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাইজুলকে নিয়ে তিনি লিখেছেন, ‘অভিনন্দন তাইজুল। আমি নিশ্চিত, ক্যারিয়ার শেষ হওয়ার আগেই তুমি টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলবে। শুভকামনা।’
পরিসংখ্যানের পাতায় শীর্ষ পাঁচ তাইজুল ও সাকিবের পর তালিকার তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। একনজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারিদের বর্তমান অবস্থান:
| অবস্থান |
বোলার |
উইকেট সংখ্যা |
| ১ |
তাইজুল ইসলাম |
২৪৯ |
| ২ |
সাকিব আল হাসান |
২৪৬ |
| ৩ |
মেহেদী হাসান মিরাজ |
২০৯ |
| ৪ |
মোহাম্মদ রফিক |
১০০ |
| ৫ |
মাশরাফি বিন মর্তুজা |
৭৮ |