শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৪, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ

নিরাপত্তার অজুহাতে ভারত সফরে না যাওয়ার অনড় সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত বড় খেসারত দিতে হলো বাংলাদেশকে। দীর্ঘ টানাপোড়েনের পর, শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা আর অংশ নিতে পারছে না। তাদের জায়গায় গ্রুপ ‘সি’-তে সুযোগ দেয়া হয়েছে স্কটল্যান্ডকে।

হিন্দুন্তান টাইমসের খবরে বলা হয়েছে, ঘটনার সূত্রপাত- আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া এবং পরবর্তীতে ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিসিবির প্রশ্ন তোলা থেকে। বিসিবি বারবার আইসিসিকে ইমেইল করে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার অনুরোধ জানায়। আইসিসি বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমে ভারতের নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে। তদন্তে ভারতের নিরাপত্তা ঝুঁকি ‘নিম্ন থেকে মাঝারি’ হিসেবে চিহ্নিত হয়, যার ফলে আইসিসি সূচি পরিবর্তনে অস্বীকৃতি জানায়।

আইসিসির একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে বিসিবি কর্মকর্তাদের বোঝানোর চেষ্টা করলেও কোনো সুরাহা হয়নি। ২১ জানুয়ারি আইসিসি বোর্ড সভায় ১২-২ ব্যবধানে বিসিবির প্রস্তাব নাকচ হয়ে যাওয়ার পর তাদের ২৪ ঘণ্টার চূড়ান্ত আল্টিমেটাম দেয়া হয়।

কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সোজা জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে ভারতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়।
বুধবার রাতে বিসিবি সভাপতি আইসিসিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও লাভ হয়নি। ওই রাতেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার পরদিন রাজধানীর এক হোটেলে খেলোয়াড়দের সাথে বৈঠক করেন আসিফ নজরুল, যেখানে ভারতে না যাওয়ার বিষয়ে অটল থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।

হিন্দুস্তান টাইমসকে আইসিসি সূত্র জানিয়েছে, আইসিসি বিসিবিকে চিঠি পাঠিয়ে নিশ্চিত করেছে, ভারত সফরে অস্বীকৃতি জানানোয় তাদের দরজা বন্ধ করে দেয়া হয়েছে। ইতোমধ্যে স্কটল্যান্ডকে তাদের স্থলাভিষিক্ত হওয়ার জন্য আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে।

বিশ্বকাপ থেকে এই বহিষ্কারাদেশ বাংলাদেশের ক্রিকেটের জন্য এক বিশাল ধাক্কা। শুধু এই আসর নয়, আইসিসির এই কঠোর অবস্থানের ফলে ভবিষ্যতে বাংলাদেশের সদস্যপদ এবং দ্বিপাক্ষিক সিরিজের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্রিকেটের ইতিহাসে প্রথম কোনো দলকে বৈশ্বিক কোন আসর থেকে বের করে দেওয়া হলো।

এদিকে এক প্রতিবেদনে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক অবস্থান স্পষ্ট না হওয়ায় শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নিলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

পরিবর্তনের ফলে টুর্নামেন্টের প্রাথমিক পর্বে গ্রুপ ‘সি’তে জায়গা পাচ্ছে স্কটল্যান্ড। গ্রুপ পর্বে তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি, ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারি এবং ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটিশরা।

ক্রিকবাজ জানিয়েছে, এ বিষয়ে স্কটল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লাডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবাইয়ে আইসিসি ও এডিনবরার ক্রিকেট স্কটল্যান্ডের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ ইতোমধ্যে হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত