ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সবসময় সমর্থন দিয়ে এসেছে এবং তা অব্যাহত রাখবে।
হাই কমিশনার ও তার স্ত্রী মানু ভার্মার আমন্ত্রণে অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে প্রণয় ভার্মা বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের জনগণের সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।
প্রণয় ভার্মা বলেন, আমাদের অংশীদারিত্ব উভয় দেশের জনগণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য সুফল বয়ে এনেছে। সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সাফল্য আমাদের আরও দূরদর্শী ও ভবিষ্যৎমুখী সহযোগিতার প্রেরণা জোগায়।
তিনি উল্লেখ করেন, দ্রুত বর্ধনশীল দুই অর্থনীতি হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই প্রবৃদ্ধি এবং আঞ্চলিক সংহতির ভিত্তি হয়ে উঠতে সক্ষম।
দুই দেশের উন্নয়নের তাগিদ দিয়ে তিনি বলেন, ভারত ও বাংলাদেশ মিলে আঞ্চলিক শৃঙ্খল, যৌথ ডিজিটাল ইকোসিস্টেম এবং জ্বালানি করিডোর বিনির্মাণ করতে পারে।
এছাড়া পরিচ্ছন্ন জ্বালানি নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করার মাধ্যমে ভৌগোলিক নৈকট্যকে নতুন সুযোগে রূপান্তরিত করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।


















