২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে না বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে খেলতে রাজি না হওয়ায় টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্বেগ প্রকাশ করে আসছিল। প্রায় এক মাস ধরে এ বিষয়ে আইসিসি ও বিসিবির মধ্যে আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি। বাংলাদেশের অনড় অবস্থানের কারণে আইসিসি তাদের দাবি মেনে নেয়নি।
শনিবার (২৪ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইসিসি জানায়, ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে। বিবৃতিতে বলা হয়, প্রকাশিত সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশ নিতে অস্বীকৃতি জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইসিসি আরও জানায়, টুর্নামেন্টে সরাসরি যোগ্যতা অর্জনে ব্যর্থ দলগুলোর মধ্যে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডই ছিল সর্বোচ্চ অবস্থানে। বর্তমানে তারা ১৪তম স্থানে রয়েছে, যা টুর্নামেন্টে অংশ নেওয়া নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), নেপাল, যুক্তরাষ্ট্র (ইউএসএ), কানাডা, ওমান ও ইতালির চেয়ে এগিয়ে।
বাংলাদেশ বাদ পড়ায় বিশ্বকাপের সূচিতেও পরিবর্তন এসেছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়েছে স্কটল্যান্ড। তবে ম্যাচের দিন-তারিখ ও ভেন্যু অপরিবর্তিত থাকলেও প্রতিপক্ষের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে।


















