ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রোববার (২৫ জানুয়ারি) বৈঠকে তিনি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতি যুক্তরাজ্যের দীর্ঘদিনের সমর্থনের কথা আবারও নিশ্চিত করেন।
উভয় নেতার মধ্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সারাহ কুক বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।


















