চিরবৈরী দুই প্রতিবেশী উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মাঝে ভয়াবহ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। অত্যন্ত বিপজ্জনক এই পরিস্থিতিতে যে কোনো সময় উভয় দেশের মাঝে সংঘর্ষ শুরু হতে পারে।
এই সংকটের অবসানে পিয়ংইয়ংয়ের সঙ্গে সংলাপে বসা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং মন্তব্য করেছেন।
সোমবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ কোরিয়া ‘‘অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে’’ রয়েছে; সেখানে যে কোনো সময় সংঘর্ষের সূত্রপাত হতে পারে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেছেন, সিউলের যোগাযোগের আহ্বানে সাড়া দিচ্ছে না উত্তর কোরিয়া। একই সঙ্গে সামরিক সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে পিয়ংইয়ং।
১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের পর আর কখনোই সীমান্তে এমন পরিস্থিতি দেখা যায়নি।


















