বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যাদের তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে তারা পড়বেন। যারা পড়েন না সেদিন তারাও পড়বেন। ভোট কেন্দ্রের পাশে গিয়ে ফজরের নামাজ পড়বেন। ৭টার সময় গিয়ে ভোটারের লাইনে দাঁড়াবেন। ভোট দেওয়া শেষে একদম হিসাব-নিকাশ শেষ করে তারপর বাড়ি ফিরবেন। এ দেশের জনগণের সঠিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আগামী দিনের ভবিষ্যৎ।
আজ রবিবার সন্ধ্যায় ফেনী পাইলট হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, আমাদের বিরোধীরা আমাদের সম্পর্কে অনেক কথা বলছে। আমরাও বলতে পারতাম। কিন্তু তাতে কোনো লাভ হবে না। ফেনীতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন করতে হলে খাল খনন করতে হবে।
ফেনী-১ আসনের প্রার্থী রফিকুল আলম মজনুর দাবির প্রেক্ষিতে তিনি ফেনীতে একটি মেডিকেল কলেজ করার প্রতিশ্রুতি দেন। চট্টগ্রামের মতো ফেনীর মানুষের উন্নয়নে তিনি ফেনীতেও একটি ইপিজেড করার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি বলেন, আসুন আমরা ১২ তারিখে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি। জনগণের অংশগ্রহণে গণতন্ত্রের বুনিয়াদ যত শক্তিশালী হবে, তত মানুষের ভাগ্যের উন্নতি হবে। তিনি বলেন, করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।
তারেক রহমান বলেন, বিএনপি জয়যুক্ত হলে এই এলাকার উন্নয়ন শুরু হবে। দেশকে গড়তে হবে। দেশ গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিগত ১৫ বছর যাবৎ ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জোর করে। যখনই গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, তখনই একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। যাতে কেউ ভোট ও কথা বলার অধিকার আবার কেড়ে নিতে না পারে।


















