সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। আদালত সূত্র জানিয়েছে, মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) হাইকোর্টে বিচারপতি জেবিএম হাসানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে সাদ্দাম জেলে থাকাকালীন তার স্ত্রী ৯ মাসের সন্তানকে প্রথমে হত্যা করে, পরে নিজে আত্মহত্যা করে বলে জানায় তার পরিবার। এই মর্মান্তিক ঘটনার পর স্ত্রী সন্তানকে শেষ বারের মতো দেখতে সাদ্দামের পরিবার প্যারোলে মুক্তির আবেদন করেও মুক্তি না পাওয়ায় অভিযোগ করেন। এই নিয়ে সৃষ্টি হয় আলোচনা সমালোচনার শুরু হয়। পরে জেল গেটেই স্ত্রী-সন্তানকে শেষ বারের মতো দেখেন সাদ্দাম। এরই প্রেক্ষিতে মানবিক বিবেচনায় সোমবার এই জামিন আদেশ দেয়া হয়।


















