সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্যের ফয়সালা আগামী সপ্তাহে

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৬, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার বিষয়টি ধোঁয়াশাই রেখে দিলো পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নকভী জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে। সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষ সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি জানান, সব বিকল্পই এখন বোর্ডের সক্রিয় বিবেচনায় রয়েছে এবং শুক্র বা সোমবার এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সোমবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে পিসিবি প্রধান সামাজিক মাধ্যম এক্সে লেখেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং সব দরজা খোলা রেখে সিদ্ধান্ত নেয়ার নির্দেশনা দিয়েছেন। নকভী লেখেন, সব বিকল্পই এখন বোর্ডের সক্রিয় বিবেচনায় রয়েছে এবং আগামী শুক্রবার অথবা সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

পিসিবি প্রধান একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভী জানান, তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত অবহিত করেছেন। তিনি আরও জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা পরবর্তী সোমবার নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকালেই নকভী ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, নকভী আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত ব্রিফিং দিয়েছেন।

পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্বেও থাকা নকভী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকটি অত্যন্ত ‘ফলপ্রসূ’ হয়েছে। বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যে। বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসি স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার পর বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার মাঝেই এই নতুন তথ্য সামনে এলো।

রাজনৈতিক বৈরী সম্পর্কের জেরে ভারত সফরে বাংলাদেশের অস্বীকৃতির পর গত শনিবার টুর্নামেন্ট থেকে তাদের সরিয়ে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়। আগামী মাসেই এই মেগা ইভেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা সম্ভব নয়।

আইসিসি তাদের এই সিদ্ধান্ত জানানোর কয়েক ঘণ্টা আগেই নকভী বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে এবং তাদের টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ দেয়া উচিত। সে সময় তিনি আরও জানিয়েছিলেন যে, পাকিস্তানের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। নকভী বলেছিলেন, প্রধানমন্ত্রী বর্তমানে পাকিস্তানে নেই। তিনি ফিরলে আমি আপনাদের আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।

এদিকে, ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন গত রোববার জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটের জন্য একটি দুঃখজনক ঘটনা। এটি অংশীজনদের জন্য একটি সতর্কবার্তা হওয়া উচিত যেন তারা খেলাটিকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে।

ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) প্রধান নির্বাহী টম মফাট এক বিবৃতিতে বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া এবং ক্রিকেটের এই শীর্ষ আসরে একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলুড়ে দেশের অনুপস্থিতি আমাদের খেলা, বাংলাদেশি খেলোয়াড় ও ভক্তদের জন্য একটি বেদনাদায়ক মুহূর্ত; যা গভীর আত্মোপলব্ধির দাবি রাখে।

সংশোধনী:

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাতে প্রথমে জিও নিউজ জানিয়েছিলো যে, পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে। কিন্তু তারা পরে নিউজটি প্রত্যাহার করে নেয়। একাত্তরেও জিও নিউজের বরাত দিয়ে ‘পাকিস্তান বিশ্বকাপে খেলবে’ মর্মে সংবাদ প্রকাশ করেছিলো। পরে একাত্তর থেকে আগের সংবাদটি প্রত্যাহার করে নেওয়া হয়। অপ্রত্যাশিত এই বিভ্রাটের জন্য আমরা দুঃখিত।

সর্বশেষ - আইন-আদালত